রাঙামাটির পাংখোয়া পাড়ায় বর্ণাঢ্য আয়োজনে শুভ বড়দিন উদযাপিত

রাঙামাটি প্রতিনিধি: সারা বিশ্বের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও খ্রীস্টান ধর্মাবলম্বী অধিবাসীরা ধর্মীয় প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে শুভ বড়দিন উদযাপন করছেন। দিনটি পালনে শহরের প্রতিটি গির্জাকে ভেতরে-বাইরে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আলোকসজ্জায় দৃষ্টিনন্দন করা হয়েছে ক্রিসমাস ট্রি, ধর্মীয় প্রার্থনা, বাইবেল পাঠ, যিশুর জন্মের কৃত্রিম গোশালাও তৈরি করা হয়েছে। সেই সঙ্গে চলেছে বড়দিনের গান বাজনা।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে রাঙামাটির বিলাইছড়ি পাংখোয়া পাড়ায় বেলুন ও পায়রা উড়িয়ে বড়দিনের উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার।

এসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বিলাইছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পিএসসি, সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top