পড়া হয়েছে: ১৮
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচরে ২৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন নুরুল আলম গাজী হত্যা মামলার ১নং আসামী উপজেলা আওয়ামী লীগ নেতা নিখিল নাথ (৫৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে অভিযান পরিচালনা করে উপজেলার হাসপাতাল পাড়া এলাকা থেকে নিখিল নাথ কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ নাজির আলম। নিখিল নাথ নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।
এ বিষয়ে ওসি নাজির আলম জানান, নিখিল নাথ একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামীকে হাজতে প্রেরণ করা হবে।
চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন