রাঙামাটিতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলার মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,জেলা প্রশাসক  মোহাম্মদ মোশারফ হোসেন খান।  সভা শুরুতে গত সভার কার্যবিবরণী উপস্থিত সবাইকে পড়ে শুনান জেলা অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা। এতে আইন-শৃঙ্খলা  কমিটির সদস্যরা উক্ত সভায় মত ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত  পুলিশ সুপার মারুফ আহমেদ , ডেপুটি সিভিল সার্জন ডা. শিবলী সফিউল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উর্ধতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা।

আইনশৃঙ্খলা সভায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও নাশকতা,  চোরাচালান,  নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও ইভটিজিং, জেলার স্বাস্থ্য সেবা, মাদকের ব্যবহার  সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনাসহ সিদ্ধান্ত গৃহীত হয়।

আসন্ন দূর্গাপূজা যাতে নির্বিগ্নে করতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পূজা মন্ডপ গুলো সিসিটিভির আওতায় এনে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। নির্বিগ্নে দূর্গাপূজা পালনে সকলকে সচেতন হতে আহ্বান জানানো হয় আইনশৃঙ্খলা সভা থেকে।

Scroll to Top