রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের রূপনগর এলাকায় কোনো প্রকার পূর্নবাসন বা ক্ষতিপূরণ না দিয়ে কয়েকশো পরিবারের একমাত্র বসতভিটাকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নামে বন্দোবস্তি প্রদান করার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
সোমবার দুপুরে আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে রূপনগরে লে-আউট দিতে গেলে বিক্ষোভ শুরু হয়।
পুলিশ ও আঞ্চলিক পরিষদের প্রতিনিধিদের উপস্থিতিতে বিক্ষোভকারীদের দাবি শোনা হয়। স্থানীয়দের বাধার মুখে লে-আউট কার্যক্রম বন্ধ করে ফিরে যান আঞ্চলিক পরিষদের প্রতিনিধিরা।
বিক্ষোভকারীদের অভিযোগ পাহাড়ি অঞ্চলের নিয়মানুসারে ১০-১২ বছর জঙ্গল পরিষ্কার করে বসবাস করলে ভূমি বন্দোবস্ত পাওয়ার কথা থাকলেও পার্বত্য রাঙামাটিতে ভূমি বন্দোবস্ত বন্ধ রয়েছে।
এই সুযোগে রূপনগরের কয়েকশো পরিবারের বসতভিটে রহস্যজনকভাবে আঞ্চলিক পরিষদের নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে।
নোটিশ ছাড়াই লে-আউট দিতে আসায় বিক্ষোভ শুরু করে স্থানীয়রা।
বিক্ষোভকারীদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে কাউকে ভূমিহীন করা যাবে না। রূপনগরের পরিবারগুলোকে ভূমিহীন করে দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। তাদের একমাত্র বসতভিটা রক্ষা করতে হবে।
আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা জানান, স্থানীয়দের বাধার কারণে লে-আউট কার্যক্রম বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে বৈঠক করে সমাধান বের করার চেষ্টা করা হবে।
চাটগাঁ নিউজ/এমআর