রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়ে গেছে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।
বুধবার ( ২৭ মার্চ) ইফতার পূর্ববর্তী সময়ে বিলাইছড়ি উপজেলা সদরের হাসপাতাল এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।
উপজেলায় দমকল বাহিনীর উপকার্যক্রম না থাকায় স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যরা দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে বসতঘরগুলো।
বিলাইছড়ির ইউএনও সিফাত উদ্দিন জানিয়েছেন, আমরা ঘটনার পরপরই দূর্ঘটনাস্থলে ছুটে যাই। আগুনে ক্ষতির পূর্নাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থদের থাকার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছি।
আগামীকাল থেকে কিভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ঘরবাড়ি তৈরির জন্য সহযোগিতা করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে ইউএনও জানান, প্রাথমিকভাবে কেউ কেউ বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আবার কেউ বলছে রান্নার চুলা থেকে আগুন লাগে ধারণা করছে।
চাটগাঁ নিউজ/এমআর