রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ নভেম্বর) বিকালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিল্পনগর সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা ও রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম। রাউজান থান পুলিশ ও রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পরিচালিত অভিযানে একটি অবৈধ ইট ভাটাকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম বলেন, আমরা তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছি। এদের মধ্যে ইট পোড়ানোর লাইসেন্স না থাকার কারণে হযরত জলিল শাহ (রহ.) ব্রিক্সকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।