পড়া হয়েছে: ৫৮
রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলা ফকিরহাট সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১২ টায় অভিযান চালানো হয়।
দুই ঘন্টাব্যাপী এই অভিযানে দোকানপাটের সম্মুখে ড্রেনের উপর আবর্জনার স্তুপ, সড়কের দুইপাশে ভাসমান স্থাপনা উচ্ছেদ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, উপসহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম, উত্তর জেলার সাবেক ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু,উপজেলা যুবলীগ নেতা সবুজ দে ভানু, সাবের হোসেন, ইকবাল হোসেন, তারেক চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান তানভীর চৌধুরী প্রমুখ।
পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন, যানজটমুক্ত একটি আদর্শ পৌরসভা গঠনে এই অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমআর