রাউজান প্রতিনিধি: রাউজানে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ স্থান নোয়াপাড়া পথের হাটের পশ্চিম প্রান্তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এই সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. বাহার উদ্দিন বলেন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪০ মিনিটের মধ্যে আগুন পুরাপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাতে সঠিক তথ্য তদন্ত সাপেক্ষে জানা যাবে।
অগ্নিকান্ডে মো. বাহাদুরের মালিকানাধীন ফার্নিচারের দোকান, মো. লোকমানের ওয়ার্কশপ,মো. নাছের ভাতঘর, মো. সজিবের নারকেলের গুদামঘর পুড়ে ছাই হয়ে যায়।
মো. সজিব বলেন, বৃহস্পতিবার রাতে সাড়ে চার হাজার নারকেল গুদামে আনা হয়েছে। সব শেষ হয়ে গেছে।
মো. বাহাদুর জানান, তার ১০-১২ লাখ টাকার ফার্নিচার পুড়ে গেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রমজান আলী হাটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রাউজানের ঐতিহ্যবাহী শ্যামা মিষ্টি বিতানসহ ৮ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার পরের দিন ফের উপজেলার পথেরহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।