রাউজানে পাঁচ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

চাটগাঁ নিউজ ডেস্কঃ রাউজানে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য প্রশাসন। মূলত বৈধ কাগজপত্র দেখাতে না পারা এবং নানান অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করা হয়।

রবিবার (২১ জানুয়ারি) বিকেলে রাউজান উপজেলা সদরের এসব ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর।

রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, “রবিবার বিকালে রাউজান সদরের ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে সদরের পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শক করে বেশকিছু অনিয়ম পাই। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো তাদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এসব অভিযোগে প্রতিষ্ঠান পাঁচটি ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে”।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো রাউজান ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো ডায়াগনস্টিক সেন্টার, স্টার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং ইনটেনসিভ ডায়াগনস্টিক সেন্টার।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top