রাউজানে পুকুরে ডুবে শিশু তানহার মৃত্যু

রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে ফারহানা ইয়াছমিন ইমু (তানহা মনি) নামে ৯ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২১ জুন) সকল ১১টার দিকে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান জয়নগর আশ্রয়ণ প্রকল্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু একই এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ ফারুক (মাহাবুর)’র মেয়ে এবং স্থানীয় শমসের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন জানান, বাড়ির পাশে বিলে সকাল ১০টার দিকে খেলা করছিল সে। পরে কোন একসময় খেলার সাথীদের অগোচরে পায়ে লেগে থাকা কাঁদা ধুতে পুকুরে গেলে সেখানে পা পিছলে পড়ে যায়। পরে স্থানীয় এক গৃহবধু পুকুরে তার স্যান্ডেল ভাসতে দেখে বাড়িতে এসে খবর দিলে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মো. শামশুল আলম নামে এক প্রতিবেশী ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২ টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তানহা মনি ছিলেন ফারুকের ৩ কন্যা সন্তানের মধ্যে সবার বড়।

চাটগাঁ নিউজ/ জয়নাল /এসআইএস

Scroll to Top