“রাউজানে এত সুন্দর রাস্তা-ঘাট দেখে ভোট চাইতে সংকোচ লাগছে”- তৃণমূল বিএনপির প্রার্থী

শেয়ার করুন

রাউজান প্রতিনিধি:“রাউজানে এত সুন্দর রাস্তা-ঘাট দেখে ভোট চাইতে সংকোচ লাগছে”।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রচারণা কালিন হঠাৎ দেখায় প্রতিদ্বন্দ্বিকারী পাঁচ প্রার্থীর কুশল বিনিময় কালে তৃণমূল বিএনপির প্রার্থী মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী রাউজানে আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নকে ঈঙ্গিত করে এই কথা বলেন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার মুন্সির ঘাটা এলাকায় প্রচারণাকালে পাঁচ প্রার্থীর মুখোমুখি হয়। এই পাঁচ প্রার্থী হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতীকে এবিএম ফজলে করিম চৌধুরী, জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রতীকে শফিক উল আলম চৌধুরী, ইসলামিক ফ্রন্টের মনোনীত প্রার্থী চেয়ার প্রতীকে স.ম. জাফর উল্লাহ, তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী সোনালী আঁশ প্রতীকে ইয়াহিয়া জিয়া চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে এডভোকেট শফিউল আজম।

এই সময় তারা একে-অপরের সাথে কুশলাদি করেন। এই সময় তারা উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তারা জানান, রাউজানের মত গণতান্ত্রিক ব্যবস্থা অন্য কোথাও নেই। রাউজানের মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করবে।

এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উত্তর জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মেজবাহ উদ্দিন আকবর, জাহাঙ্গীর আলম সহ অনেকে।

Scroll to Top