রাউজানে অস্থিতিশীল পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযান

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে অস্থিতিশীল পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর ) বিকাল ৫ হতে সন্ধ্যা  পর্যন্ত রাউজান উপজেলার ফকিরহাট ও আমির হাট বাজারে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম।

অভিযানে পেঁয়াজ মজুদ, কম দামে কিনে বেশি দামের বিক্রয় করে বাজারের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির দায়ে ৯ জন পেঁয়াজ ব্যবসায়ীকে বিভিন্ন ধাপে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম জানান, পেঁয়াজসহ নানান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।  আজকে (শনিবার) দুইটি বাজারে ৯ জন পেঁয়াজ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৯টি মামলায় ২৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Scroll to Top