চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র রমজানের এক মাসও বাকি নেই। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো শৃঙ্খলাভাবে রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছে। রমজানে কুয়েতে অফিসের সময় ৪ ঘণ্টা নির্ধারণ করার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে পবিত্র রমজানে অফিসের সময়সীমা কমিয়ে আনছে সংযুক্ত আরব আমিরাতও। রমজানকে কেন্দ্র করে দেশটির কর্তৃপক্ষ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১১ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান শুরু হবে। তবে এটি নির্ভর করবে চাঁদ দেখার ওপর। রমজান উপলক্ষে দেশটিতে অফিস, শপিং মল, রেস্টুরেন্ট এবং পার্কি সময়ে পরিবর্তন আনা হবে।
পবিত্র রমজান উপলক্ষে আরব আমিরাতে বেসরকারি সেক্টরে অফিসের সময় দুই ঘণ্টা কমানো হবে। এই আদেশ অমুসলিমদের জন্যও প্রযোজ্য।
পবিত্র রমজানে রেস্টুরেস্ট চালু করার সময়েও পরিবর্তন আনা হবে। দেশটিতে অনেক রেস্টুরেস্ট ইফতারের আগেই খোলা হয়। এছাড়া কিছু রেস্টুরেস্ট দিনের বেলাতেও চালু থাকে। এসব রেস্টুরেস্ট থেকে মানুষ আগে থেকেই ইফতার সামগ্রি অর্ডার করে থাকেন।
তবে শপিংমল এবং গ্রোসারি শপের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হবে না। এক্ষেত্রে এসব মল চাইলে গভীর রাত পর্যন্ত চালু রাখা যাবে।
পবিত্র রমজানে পরিবর্তন আনা হবে গাড়ি পাকিং এর সময়ে। এক্ষেত্রে পাবলিক প্লেসে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা এবং রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত পাকিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ
চাটগাঁ নিউজ/এমআর