রং দিয়ে বিক্রি হচ্ছিল মাছ, ব্যবসায়ীকে জরিমানা

শেয়ার করুন

চাটগাঁ নিউজ ডেস্ক : সামুদ্রিক মাছে রং লাগিয়ে বিক্রি করার দায়ে নগরের চকবাজারের মাছ বিক্রেতা শাহজাহানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও ছাত্র-জনতার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।

ফয়েজ উল্যাহ জানান, সামুদ্রিক মাছের পচাভাব দূর করে ক্রেতাদের সামনে চকচকে ও তাজা দেখাতে কৃত্রিম রং মেশানোর বিষয়টি ধরা পড়েছে। এসব কৃত্রিম রং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমরা সতর্ক করেছি।

অভিযানে ইলিয়াসের মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা, খাজা মাংস বিতানকে ২ হাজার টাকা, বিনিময় স্টোরে মেয়াদোত্তীর্ণ ও এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) বিহীন পণ্য বিক্রির জন্য রাখায় ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top