যুক্তরাজ্যে গেলে গ্রেফতার হবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্কঃ  যুক্তরাজ্য সফরে গেলে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে শুক্রবার (২২ নভেম্বর) এমন ঘোষণা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিসি)। এর পরই এমন ঘোষণা দেয় যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ।

ব্রিটিশ সরকার জানিয়েছে, নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসে তাহলে তাকে গ্রেফতার করা হবে। এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না। ব্রিটেনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে, তাই ব্রিটেন সবসময় তা মেনে চলবে। কারণ, এই আদালত পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে তদন্ত ও বিচার করার আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারির পর নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম ও নরওয়ে পৃথক বিবৃতিতে জানিয়েছে তারা আইসিসির রায় কার্যকর করবে। অর্থাৎ সেসব দেশে গেলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু।

নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি করা পরোয়ানা নিয়ে আইসিসি বলেছে, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার, হত্যা, নিপীড়নের মতো যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য এ দুজনকে অভিযুক্ত করার যৌক্তিক ভিত্তি রয়েছে। তাদের নির্দেশে ও সহযোগিতায় এ ধরনের অপরাধ সংগঠিত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই এ রায়ের পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। যদিও আইসিসিভুক্ত দেশগুলো আদালতের রায় কার্যকর করতে বাধ্য। তবে যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি ও আর্জেন্টিনা এ রায়কে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। অতীতেও এ ধরনের রায় না মানার নজির রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই, বিবিসি।

চাটগাঁ নিউজ/ ইউডি  

Scroll to Top