মোবাইল ফোন বেশি ব্যবহারে নারীরা

সিপ্লাস ডেস্ক: দেশে পুরুষের তুলনায় নারীরা বেশি মোবাইল ব্যবহার করেন। বর্তমানে দেশে মোবাইল ব্যবহার করে ১৩ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ৮৭২ জন। এর মধ্যে ৬ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ১২৪ জন্য নারী এবং ৬ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার ৭৪৯ জন পুরুষ। অর্থাৎ পুরুষের তুলনায় ১১ লাখ ৯৩ হাজার ৩৭৫ জন বেশি নারী মোবাইল ব্যবহার করেন।

গতকাল রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘ব্যক্তি ও খানা পর্যায়ে আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়, মোবাইল ব্যবহারের দিক থেকে গ্রামের তুলনায় শহরের নারীরা এগিয়ে। গ্রামের ৮৯ দশমিক ৭ শতাংশ পুরুষ মোবাইল ব্যবহার করেন। এক্ষেত্রে নারীরা ৮৯ দশমিক ৬ শতাংশ। গ্রামের তুলনায় শহর এলাকায় অবশ্য পুরুষরা মোবাইল ব্যবহারে বেশ কিছুটা পিছিয়ে। শহরের ৯০ দশমিক ৬ শতাংশ পুরুষ মোবাইল ফোন ব্যবহার করেন, যেখানে নারীরা ব্যবহার করেন ৯১ দশমিক ২ শতাংশ। তবে সামগ্রিকভাবে, দেশে প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে নারীরা। গ্রাম ও শহরে প্রযুক্তি ব্যবহারের ব্যবধান অনেক। দেশে প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আছেন পুরুষরা।

শহরের তুলনায় গ্রামে ইন্টারনেট ব্যবহারের হার তুলনামূলকভাবে কম। গ্রামে ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে নারীদের তুলনায় পুরুষরা এগিয়ে। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে শহরেও নারীদের তুলনায় পুরুষরা এগিয়ে।

সামগ্রিকভাবে দেশে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে পুরুষের তুলনায় নারীরা এবং শহরের তুলনায় গ্রাম এখনো পিছিয়ে আছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এ যুগেও দেশের চার ভাগের তিন ভাগ পরিবার ঘরে টেলিভিশন দেখে।

দেশে কম্পিউটার যুগের উত্থান খুব বেশি হয়নি বলে উঠে এসেছে জরিপে। ব্যক্তি পর্যায়ের এ জরিপে দেখা গেছে, ৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের হার মাত্র ৭ দশমিক ৪ শতাংশ। যেখানে একই বয়সীদের ইন্টারনেট ব্যবহারের হার ৩৮ দশমিক ৯ শতাংশ। এদিকে, ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারীর অনুপাত ৮৯ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ দেশের ৯০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন।

Scroll to Top