মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, পুলিশের কব্জায় দুই চোর

 চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরী থেকে মোবাইল টাওয়ারের ব্যাটারি ও বিদ্যুতের তার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ জানুয়ারি) রাতে ডবলমুরিং থানার মতিয়ারপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন— দিদারুল আলম (৪২) ও শাহীন আলম (২৫)।

নগর গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) উপকমিশনার সাদিরা খাতুন জানান, গোপনে খবর পেয়ে দুটি গুদামে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় ওই গুদামগুলোতে বিভিন্ন মোবাইল অপারেটর টাওয়ার থেকে চুরি যাওয়া ১১৮টি চোরাই লিথিয়াম ব্যাটারি ও ছয় হাজার ৫০০ মিটার পাওয়ার ক্যাবল উদ্ধার করেন। এসময় দুজনকে গ্রেফতার করে পুলিশ।

উপকমিশনার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জানিয়েছেন, তারা কুমিল্লাসহ বিভিন্ন শহরে অবস্থিত মোবাইল টাওয়ারে গিয়ে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক কোম্পানির প্রতিনিধি পরিচয় দেন। পরে ওই সব টাওয়ার থেকে কৌশলে লিথিয়াম ব্যাটারি ও পাওয়ার ক্যাবল চুরি করেন। চোরাই ব্যাটারি ও পাওয়ার ক্যাবলগুলো বিক্রির জন্য ডবলমুরিং থানার মতিয়ারপুল এলাকার আজিজ মার্কেটের মোক্তার এন্টারপ্রাইজ ও দিদারের গুদামে মজুত করা হয়।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

 চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top