চাটগাঁ নিউজ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে বন্ধ হয়ে যাওয়া মোবাইল ইন্টারনেট পরিসেবা আগামী সপ্তাহের শুরুর দিকে চালু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। গতকাল সকালে সংস্থাটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে রবি-সোমবারে চালুর পরিকল্পনা আছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া
হয়। এরপর পরিস্থিতির আরও অবনতি হলে বৃহস্পতিবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর মঙ্গলবার রাতে সীমিত পরিসরে এবং পরদিন রাতে সারাদেশে বাসাবাড়িতে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এখন পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট আগের মতো গতি না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, গতিটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
চাটগাঁ নিউজ/এসআইএস