মোটর সাইকেল করে ফেন্সিডিল পাচার, সীতাকুণ্ডে আটক ১

শেয়ার করুন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ফেন্সিডিলসহ মোঃ দিদারুল ইসলাম (২৬) নামে এক মোটর সাইকেল আরোহীকে আটক করেছে কুমিরা হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক দিদারের বাড়ি ফেনী জেলার সদর থানাধীন ফাজিলপুর এলাকায়।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে টেরিয়াল এলাকায় নাম্বার বিহীন একটি মোটরসাইকেলের চালক মাদক বহন করছে এমন গোপন তথ্যের ভিক্তিতে কুমিরা হাইওয়ে থানার এসআই বিপ্লব সাহা সঙ্গীয় ফোর্সসহ উক্ত মোটরসাইকেল আরোহীকে আটক করেন। এসময় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১৫ (পনের) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, গভীর রাতে ফেনী থেকে মোটর সাইকেলযোগে ফেন্সিডিলগুলো চট্টগ্রামে নিয়ে আসছিলো। কুমিরা হাইওয়ে থানার ওসি মোঃ শাজাদাত হোসেন বলেন, ফেন্সিডিলসহ আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Scroll to Top