পড়া হয়েছে: ২৩
চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের ২০ দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ইমন (২২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. ইমন উপজেলার শিকলবাহা কোদাইল্ল্যা পাড়া গ্রামের শেখ আহমেদের ছেলে। সে গত ২০ দিন আগে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলো। জ্বর সর্দি নিয়ে তিনদিন আগে সে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম চাটগাঁ নিউজকে বলেন, ইমনের এমন মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ এশা তারাবি নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
চাটগাঁ নিউজ/এসবিএন