চাটগাঁ নিউজ ডেস্ক : ঢাকার বনশ্রীতে ৪ বছরের মেয়ে আয়না নুর ইসলামকে পিটিয়ে হত্যা মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মা তাসনিয়া চৌধুরী।
শনিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াহাব তার জবানবন্দি রেকর্ডের পর কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, খিলগাঁও থানার উপপরিদর্শক মো. গুলজার আসামিকে আদালতে হাজির করে দোষ স্বীকার করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
মামলা থেকে জানা গেছে, গত ৩০ জানুয়ারি রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য টাকা চান তাসনিয়া । এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নুরকে পিটিয়ে গুরুতর জখম করেন তাসনিয়া। পরে অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকে শিশুটি।
এ সময় পাঁচ মাস বয়সী ছেলেও চড়থাপ্পর মারেন তাসনিয়া। পরে স্বজনরা আয়নাকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আয়নার বাবা আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় তাসনিয়াকে আসামি করে মামলা করেন। পরে তাসনিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
চাটগাঁ নিউজ/এমকেএন