মুখভর্তি দাঁড়ি নিয়ে ইয়াবা ব্যবসা, পাহাড়তলীতে ধরা যুবক 

চাটগাঁ নিউজ ডেস্ক: মুখমণ্ডল ভর্তি কালো দাঁড়ি, পরনে সাদা পাঞ্জাবি সাথে কালো কোট। চেহেরায় নূরাণী ছটা, প্রথম সাক্ষাতে যে কেউ ভাববেন পরহেজগার ব্যক্তি কিংবা হুজুর! কিন্তু বাস্তবে তিনি একজন ইয়াবা ব্যবসায়ী।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পাহাড়তলী থানাধীন ডিটি রোড হাজী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাগর প্রকাশ সাকের (৪০) নামের ওই কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ। তিনি বলেন, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। কক্সবাজার জেলার উখিয়া এলাকার আবুল কাসেমের ছেলে এই হুজুররূপী ইয়াবা ব্যবসায়ী।

তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top