পড়া হয়েছে: ৬৭
চাটগাঁ নিউজ ডেস্ক: মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন একটি ছড়া থেকে অজ্ঞাত (৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নালির দুয়ার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা জোরারগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত ও পায়ে পচন ধরা মরদেহ উদ্ধার করে।
এসময় পাশে একটি চালের বস্তা পাওয়া যায়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, ছড়া থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিবেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পরিচয় পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এমআর