চাটগাঁ নিউজ ডেস্ক: মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আবদুল হান্নান লিটনকে গ্রেফতার করে র্যাব ৭।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭। এর আগে সোমবার তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি লিটন ফেনী সদর থানাধীন ফাজিলপুর গ্রামের আবদুল হাই ওরফে জাহাঙ্গীরের
র্যাব-৭-এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো: নূরুল আবছার জানান, এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে র্যাব। সেই দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল।
গ্রেফতার লিটনের বিরুদ্ধে ফেনী সদর, দাগনভূঞা ও ছাগলনাইয়া থানায় একটি হত্যা মামলা, সাতটি ডাকাতি মামলা, একটি অবৈধ অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা রয়েছে বলে জানায় র্যাব ৭।
চাটগাঁ নিউজ/এমআর