চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুক্তা আক্তার (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) উপজেলার মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব মায়ানী গ্রামের চুনিমাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। মায়ানী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ উদ্দিন মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মুক্তা আক্তারের শিক্ষক ওমর ফারুক আদর বলেন, মুক্তা আমার ছাত্রী। তাকে প্রাইভেট পড়াতাম। আজ দুপুরে খেলতে গিয়ে বাড়ির পেছনে বৈদ্যুতিক তারের সঙ্গে শক খেয়ে চিৎকার শুনে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার ঘটনা কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখছি। পরে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েটির মারা যাওয়ার খবর শুনে ওই বাড়ি ছুটে যাই।
জানা যায়, নিহত মুক্তা প্রবাসী মো. শাহীন হোসেনের মেয়ে। সে আবুতোরাব এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। শুক্রবার বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল সে। একপর্যায়ে বাড়ির পেছনে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে শক খেয়ে মারা যায়।
চাটগাঁ নিউজ/এসবিএন