পড়া হয়েছে: ৭৫
চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে মোহাম্মদ আয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার ওচমানপুর ইউনিয়নের বাঁশাখালী গ্রামের পানা উল্ল্যাহ ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আয়ান ওই বাড়ির মোহাম্মদ আলমগীরের পুত্র।
জানা যায়, শুক্রবার পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আয়ান। এরপর খোঁজাখুজির এক পর্যায়ে আয়ানের নিথর দেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম চাটগাঁ নিউজকে জানান, আমার ইউনিয়নের বাঁশাখালী গ্রামের আলমগীরের ছেলে পানিতে ডুবে মারা গেছে। সকল অভিবাবকদের নিজের শিশু সন্তানদের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাই।
চাটগাঁ নিউজ/এসবিএন