পড়া হয়েছে: ৭৮
চাটগাঁ নিউজ ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাত ৮টায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩৯ দশমিক ০৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।
মিরসরাই আসনে মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৬২৫ জন। আসনটির ১০৬ ভোটকেন্দ্রের ৭১৭ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ