মিরসরাইয়ে নিখোঁজের ৭ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে নিখোঁজের ৭ দিন পর ছায়েদ আলম (৩৫) নামে এক যুবদল কর্মীর খন্ডবিখন্ড লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকাল ৫ টায় সোনা পাহাড়ের পুর্বে দূর্গা ঘোনা নামক পাহাড়ের পাদদেশে তার লাশ পাওয়া যায়।

খুন হওয়া যুবক জোরারগঞ্জ থানার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সোনা পাহাড় মো. দেলোয়ার হোসেন কেরানীর ছেলে।

সেনাবাহিনীর মেজর আরেফিন এর নেতৃত্বে ঘটনাস্থলে লাশ উদ্ধার কার্যক্রম চালায় জোরারগঞ্জ থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, ছায়েদ আলম আওয়ামী লীগ সরকার পতনের দিন ৬ আগষ্ট মঙ্গলবার রাত ১১ পর্যন্ত বিজয় মিছিল করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে। মিছিল শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় নিখোঁজ হয়। এরপর থেকে ৭ দিন নিখোঁজ ছিলেন।

নিহতের স্বজন জানান, ছায়েদ বিএনপি করলেও কোন পদপদবি ছিল না। ঘটনার দিন রাত ১১ টায় ও তাকে আনন্দ করতে দেখা গেছে।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম নিহত ছায়েদকে নিজেদের কর্মী নিশ্চিত করে জানান, ফ্যাসিস্ট হাসিনা সরকারের খুনি বাহিনী তাদের পরাজিত দেখে আমাদের নেতা কর্মীদের উপর চোরাগুপ্তা হামলা ও হত্যার নেশায় মেতে উঠেছে। ছায়েদ একজন ওয়ার্ড কর্মী মাত্র। হায়েনার দল ছাত্রলীগ ও যুবলীগের খুনি সন্ত্রাসীরা সুযোগ বুঝে তাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে হত্যা করেছে। তারা হত্যা করেই ক্ষান্ত হয়নি, ছায়েদের লাশ খন্ডবিখন্ড করে দিয়েছে। প্রশাসন খুনিদের শনাক্ত করে উপযুক্ত বিচার না করলে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন জানান, সেনাবাহিনীর সহায়তায় পুলিশ সদস্যরা লাশ উদ্ধারে কাজ করেছে।

চাটগাঁ নিউজ/বাবলু/এসএ

Scroll to Top