মিনায় ও আরাফাতে বাংলাদেশি হাজীদের তাবু পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

Facebook
WhatsApp
Twitter
Print

সৌদি আরব প্রতিনিধি: মিনা ও আরাফাতের ময়দানে বাংলাদেশি হাজীদের জন্য স্থাপিত ক্যাম্প (তাবু) পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এম পি। তিনি আজ বিকেলে এ সকল তাবু পরিদর্শন করেন ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় সেখানে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মিশন উপ-প্রধান মোঃ আবুল হাসান মৃধা, হজ কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(২২ জুন) ধর্ম প্রতিমন্ত্রী মক্কায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন। তিনি হাজীদের থাকার নির্ধারিত তাবুর সুযোগ সুবিধা দেখেন। সেখানে মক্কার হজ মিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং সকল সুবিধা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।

ইতোমধ্যে মক্কায় পৌঁছেছেন প্রায় লক্ষাধিক বাংলাদেশি হজযাত্রী। এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ ২২ হাজার হজযাত্রী পবিত্র হজে অংশগ্রহণ করছেন।

Scroll to Top