মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয়

ক্রীড়া ডেস্কঃ নাটকীয় মুহূর্তের নাটকীয় গোলে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটে খেলায় ড্র অবস্থায় ছিল বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের আপডেট। তবে নির্ধারিত সময়ের পরে যোগ করা ৭ মিনিট সময়ে কাজ সেরে ফেলে বাংলাদেশ। ওই অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল করে দলকে জয়ে এনে দেন পাপন সিং। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। এদিন অতিরিক্ত সময়ের নাটকীয়তায় মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা।

শনিবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমেই এগিয়েছিল মালদ্বীপ। তবে প্রথমার্ধের শেষ সময়ে দুর্দান্ত শটে দলকে সমতায় ফেরান মজিবর রহমান জনি। আর ম্যাচের শেষ সময়ে গোল করে দলকে জয় এনে দেন পাপন সিং।

১৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগে মালদ্বীপকে এগিয়ে দেন আলি ফাসির। ১-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগিতকরা। এর গোল শোধ করতে মরিয়া ওঠে লাল-সবুজের দামালরা। ৪৩তম মিনিটে জনির জোরালো শটে ১-১ গোলের সমতায় আসে ফেরে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ। কিন্তু ফিনিংসের অভাবে গোল করতে পারছিল না স্বাগতিকরা। তবে নির্ধারিত সময়ের পরে যোগ করা অতিরিক্ত সময়কে ভালো মতো কাজে লাগায় বাংলাদেশ দল। এই সময়ে পাপন সিংয়ের নাটকীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

চাটগাঁ নিউজ/ইউডি

Scroll to Top