চাটগাঁ নিউজ ডেস্ক: ছোট্ট একটি চিরকুট, আর তাতে লেখা ‘I am sorry I failed as a human’ অর্থ্যাৎ ‘আমি দুঃখিত আমি মানুষ হিসেবে ব্যর্থ’। দুই লাইনের এই চিরকুট লিখেই অজানা এক ব্যর্থতার গ্লানি নিয়ে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।
শুক্রবার (১ নভেম্বর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এলাকার একটি ফ্ল্যাট বাসায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ওই ছাত্রীর নাম তাজরিয়ান আহমেদ সোয়ারা। তিনি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে ভর্তি হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চবির সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।
জানা গেছে, ওই ফ্ল্যাটের একটি রুমে একাই থাকতেন ওই ছাত্রী। পারিবারিক বিভিন্ন বিষয় বিশেষ করে বাবা-মায়ের সম্পর্কের ফাটল নিয়ে চিন্তিত থাকতেন বলে জানান তার সহপাঠীরা।
সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, খোঁজ পেয়ে আমরা ফ্ল্যাটে এসে দেখি মেয়েটি সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে আমরা তার মরদেহ উদ্ধার করি। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।
তারা আসলে মরদেহ বুঝিয়ে দেয়া হবে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ