আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সনাতনীদের এক মিলন মেলা রবিবার (২৮ জানুয়ারি) রাস আল খাইমাহ আলম ফার্ম রিসোর্টে অনুষ্ঠিত হয়।
আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী সনাতনীদের এই মিলনমেলার উদ্দেশ্য ছিল ভিন্নমত্রার। দেশ এবং প্রবাসে দুস্ত, ক্ষতিগ্রস্ত, গৃহহীন, মন্দির ভিত্তিক কন্যাদান ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আত্ম মানবতার সেবায় কাজ করার অঙ্গীকার প্রত্যয় প্রকাশ করেন।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পুলক চৌধুরীর সঞ্চালনায় সুবোধ চৌধুরী শিবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিত্ব প্রবীর কুমার সাহা। প্রদীপ ভট্টাচার্য মহোদয়ের শ্রীমুখে শ্রীমৎভগবত গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল দাশ। উক্ত মিলন মেলায় স্বাগত বক্তব্য রাখেন তিলক তালুকদার। বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রদীপ ভট্টাচার্য, সাংবাদিক সনজিত কুমার শীল, অপু দাশ,বিপ্লব দাশ জয়, প্রিয় লাল দাস, বিউটি রানী শীল, দিপু কুসুম দাশ, তপন শীল, স্বপন সূত্রধর, দিলীপ দাশ, জয়শ্রী সাহা, সুবর্ণা দাশ মনি, কালীপদ শীল, সঞ্জয় শীল, শচীন শীল, বিধান শীল, জনার্দন দাস, পিন্টু পাল সহ আমিরাতের সাতটি প্রদেশ থেকে আসা প্রবাসী সনাতনীরা।
বক্তারা উক্ত আলোচনা সভায় আত্ম মানবতার সেবায় কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান এই উদ্যোগ যাদের মাধ্যমে হয়েছে তাদেরকে ধন্যবাদ প্রদান করেন।
চাটগাঁ নিউজ/এমআর