মাদক কারবারি ছেলে আটক, পুলিশের ভয়ে বাবার মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: ফরিদপুরের সালথায় পুলিশ জুবায়ের শেখ (২৪) নামে এক মাদককারবারিকে আটক করে। এ সময় পুলিশের ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জুবায়ের শেখের বারা জাফর শেখের (৫৬) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জাফর শেখ দিয়াপাড়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, দিয়াপাড়া গ্রামে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জাফর শেখের ছেলে জুবায়ের শেখকে আটক করে নিয়ে যায় থানা পুলিশ। এ সময় তার বাবা জাফর শেখ পুলিশের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান। এ সময় স্ট্রোক করে তিনি মারা যান।

এ ব্যাপারে গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু বলেন, ঘটনাটি এমনই শুনেছি। বুধবার সকালে ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।

সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, থানা পুলিশের একটি টিম দিয়াপাড়া গ্রামের জুবায়ের শেখ নামে এক মাদক কারবারিকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে থানায় আনে। পরে খবর পেলাম ছেলের আটকের খবরে তার বাবা জাফর শেখ স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top