ক্রীড়া ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে আর কত রেকর্ডের জন্ম হবে তা একমাত্র খেলার মাঠই জানে। নাইজেরিয়া- আইভরিকোষ্ট ম্যাচে নাইজেরিয়ার ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আইভরিকোষ্ট মাত্র ৭ রানে অলআউট হয়ে যায়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়া ১০ রানে অলআউট হয়েছিল।
ঘটনাটি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ের।
গতকাল হওয়া এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে আইভরিকোস্টের বোলারদের ওপর তাণ্ডব চালায় নাইজেরিয়া। এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৭২ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে আইভরি কোস্ট ৭.৩ ওভারে মাত্র ৭ রানেই অলআউট হয়ে যায়।
আইভরিকোস্ট প্রথম উইকেট হারায় দলীয় ৪ রানে। এরপর বাকি ৩ রান তুলতেই একে একে বিদায় নেন বাকি ৯ ব্যাটার। এর মধ্যে দলীয় ৭ রানেই আউট হন তিন ব্যাটার। টি-টোয়েন্টির ইতিহাসে এমন ব্যাটিং বিপর্যয় আর দেখা যায়নি।
চাটগাঁ নিউজ/ইউডি