মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে ভিড়ল কয়লাবাহী জাহাজ

Facebook
WhatsApp
Twitter
Print

সিপ্লাস ডেস্ক: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা জেটিতে ৬৪ হাজার ৭৭০ টন কয়লা নিয়ে পানামার পতাকাবাহী ‘এমভি জিসিএল পারাডিপ’ নামের জাহাজটি ভিড়েছে।

বুধবার (১৪ জুন) মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের প্রকল্প ব্যবস্থাপক ক্যাপ্টেন আতাউল হাকিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টা ৪০ মিনিটে জাহাজটি ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে এসে তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা জেটিতে ভিড়েছে। এটি দেশের কোনো বন্দরে ভেড়া এ যাবতকালের সবচেয়ে বড় জাহাজগুলোর একটি।

ক্যাপ্টেন আতাউল হাকিম সিদ্দিকী জানান, বুধবার সকালে ৬৪ হাজার ৭৭০ টন কয়লা নিয়ে জাহাজটি তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে। এটা কয়লা নিয়ে ভেড়া চতুর্থ বড় জাহাজ। তবে এর চেয়ে বড় কোনো জাহাজ এখনো ভিড়েনি। শুরুতে ২৫ এপ্রিল বড় একটি জাহাজ আসে। এর পরের মাসে আরও চারটি জাহাজ কয়লা নিয়ে মাতারবাড়ী আসে।

Scroll to Top