পড়া হয়েছে: ৫৫
লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা চরম্বা ইউনিয়নের বায়ার পাড়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি )সকালে উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল লায়েল।
ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত আসামী হলেন পদুয়া ইউনিয়নের হাজীর পাড়া, মল্লিক ছোবাহান এলাকার আব্দুল মোনাফের পুত্র মুহাম্মদ আকবর (৩০)।
লোহাগাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
চাটগাঁ নিউজ/এমআর