মাঘের হাড় কাঁপানো সেই শীত আর পড়ছে না

চাটগাঁ নিউজ ডেস্ক:  শীতকালের শৈত্যপ্রবাহ নিয়ে চাটগাঁইয়া ভাষায় একটা প্রবাদ আছে-‘‘মাঘের শীতে বাঘ ডুঁরে”। এ কথার মানে হল- মাঘ মাসে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। সারাদেশ জুড়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে চলে। এ মাঘের তীব্র শীতে শুধু জনজীবন নয়, বনের বাঘ পর্যন্ত থর থর করে কাঁপে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবারের মাঘে হাড় কাঁপানো শীত পড়ার সম্ভাবনা তেমন নেই। চলতি মাঘে আস্তে আস্তে শীতের প্রকোপ কমে যাচ্ছে। দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। আগামী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

রোববার ১৯ জানুয়ারি শীতের পূ্র্বাভাস সম্পর্কে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

অধিদপ্তর আরো জানায়, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে পঞ্চগড় এবং কুঁড়িগ্রাম জেলার উপর দিয়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top