মহেশখালী সড়কে ঝরলো মায়ের প্রাণ, দুই শিশু আহত

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী ব্রীজের পশ্চিম অংশে মর্মান্তিক টমটম দুর্ঘটনায় দৈনিক সাঙ্গুর বান্দরবানের নিজস্ব প্রতিবেদক এইচএম সম্রাটের ভাবি রাজিয়া সোলতানা (৪০) মৃত্যু হয়েছেন। সঙ্গে থাকা ১ ছেলে ১ মেয়ে গুরুতর আহত হয়েছে। নিহত মহিলা বান্দারবান সদরের নাছির উদ্দিনের স্ত্রী।

রবিবার রাত ৮টার দিকে এ সড়ক ঘটনা ঘটে। স্থানিয় পথচারি লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে চাকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী জানায়- মহেশখালীর ব্রীজের একটু পশ্চিমে চালিয়াতলী কালারমারছড়া সড়কে যাত্রীবাহি টমটম গাড়ীকে একটি ম্যাজিক গাড়ী ধাক্কা দিলে ঘটনাস্থলে টমটম উল্টে ধুমড়ে মুচড়ে যায়। এতে ৩ জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষনা করেন। এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানা যায়।

মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানিয়েছেন- খবর পাওয়ার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ওখানে পৌঁছার পর বিস্তারিত জানা যাবে।

Scroll to Top