মহেশখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় ১০০ লিটার চোলাই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগতরাত মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মৃত কবির আহম্মদের পুত্র মোস্তাক মিয়া (৪০), দিল মুহাম্মদের পুত্র আতাউর রহমান (২৫), জমির হোসেনের পুত্র মো.শাহজাহান (৩০), বদন আলীর পুত্র গোলাম সুলতান (৩২) এবং দশরত শীলের পুত্র সুমন শীল (৩৩)। এ সময় সুমন শীলের হেফাজত থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, অভিযান চালিয়ে ডাবল সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। এসময় একজনের হেফাজত থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top