মহিউদ্দিন বাচ্চুর নগদ টাকা সাড়ে ছয় লাখ, সামসুলের ১০ হাজার

মহিউদ্দিন বাচ্চুর নগদ টাকা সাড়ে ছয় লাখ, সামসুলের ১০ হাজার চট্টগ্রাম-১০ উপ-নির্বাচনের হলফনামা

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপ-নির্বাচনের প্রার্থীরা তাদের হলফনামা জমা দিয়েছেন। এর মধ্যে তারা জমা দিয়েছেন নগদ টাকা, ব্যাংকে জমা, বিনিয়োগ, সম্পদ, স্বর্ণালংকার ইত্যাদির তথ্য।

সেই তথ্য বিশ্লেষণে দেখা গেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর কাছে নগদ টাকা রয়েছে মাত্র ৬ লাখ ৬৬ হাজার ২৪৫ টাকা। স্ত্রী জিনাত আকতারের নামে ব্যাংকে জমা ৬ লাখ ৪৫ হাজার টাকা।

তাদের নামে পৃথক পাঁচটি কোম্পানিতে বিনিয়োগ ১ কোটি ৮ লাখ টাকা। দুইটি গাড়ি বাবদ সম্পদ ৯০ লাখ টাকা। স্ত্রীর নামে স্বর্ণাংলকার রয়েছে সাড়ে তিন লাখ টাকার।

বাচ্চুর নিজের নামে ৩ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৫০০ টাকার অকৃষি জমি রয়েছে। স্ত্রীর নামে রয়েছে ২৩ লাখ ২০ হাজার টাকার ফ্ল্যাট।

বাচ্চুর ব্যবসা থেকে আয় বছরে ১৭ লাখ ৪৩ হাজার ৫২৫ টাকা। নির্ভরশীলদের আয়ও চার লাখ ৫৫ হাজার টাকা। তবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে বাচ্চুর ২ কোটি ৮২ লাখ ২২ হাজার ৬০৬ টাকার ব্যাংক ঋণ আছে। ‘স্বশিক্ষিত’ বাচ্চুর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে উল্লেখ করেছেন হলফনামায়।

জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম পেশায় ব্যবসায়ী। ব্যবসা থেকে তার বছরে আয় ৫ লাখ টাকা। নগদ আছে মাত্র ১০ হাজার টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ২ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৮৩২ টাকা এবং ডাচ-বাংলা ব্যাংকে জমা রয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২০০ টাকা।

তৃণমূল বিএনপি’র প্রার্থী দীপক কুমার পালিতের শিক্ষাগত যোগ্যতা বি.কম.। চাকরি থেকে বছরে ৯ লাখ ৯০ হাজার ১৯৬ টাকা আয় করেন। অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে নগদ আছে ১১ লাখ ৮৮ হাজার ১১১ টাকা। বিনিয়োগ আছে ৩০ লাখ টাকা। আর আছে ৩ লাখ টাকা দামের গাড়ি। স্ত্রীর স্বর্ণ আছে ৩০ ভরি। নিজ নামে ৪০ লাখ টাকা দামের অকৃষি জমি আছে। ৩১ লাখ ১৫ হাজার টাকা দামের দালান আছে। গৃহনির্মাণের ঋণ আছে ২০ লাখ ৪৫ হাজার ৬০৩ টাকা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন।

গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন।

গত ২ জুন তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল আজ মঙ্গলবার (৪ জুলাই)।

এছাড়া মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।

সব কেন্দ্রে ভোট নেওয়া হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে)। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।

Scroll to Top