মক্কা আওয়ামী ফাউন্ডেশনের ৭ মার্চ উদযাপন

সৌদি আরব প্রতিনিধি: “তুমি ছিলে তুমি রবে শেখ মুজিবুর রহমান, তোমার কৃতি তোমার স্মৃতি চিরদিন বহমান”, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সৌদি আরবের মক্কা আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে এগারোটা সময় পবিত্র নগরীর মিসফালাহর একটি হোটেলের হল রুমে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে দপ্তর সম্পাদক মোরশেদুল আলম নিবিল ও মেহেদী হাসানের যৌথ সঞ্চালনায় শুরুতে কোরাআন তেলাওয়াত করেন  সংগঠনের উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব।

ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবু মুসা আনছারী।

প্রধান বক্তা ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ কাশেদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সম্মানিত সহ-সভাপতি শফিকুর রহমান, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কাজী রফিকুল ইসলাম, মক্কা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু তৈয়ব, কাতার আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, প্রবীণ আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন, উপদেষ্টা মুজিবুর রহমান।

বক্তব্য রাখেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম,মক্কা আওয়ামী ফাউন্ডেশনের  সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল, সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ রিয়াজ, সাতকানিয়া ছদাহা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুর আলম  ও মক্কা আওয়ামী ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজাদ চৌধুরী  প্রমুখ।

এছাড়াও ৭ই মার্চ আলোচনা সভায় মক্কা নগরীর আওতাধীন বিভিন্ন শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মক্কা আওয়ামী ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল হাজার বছরের বাঙালী জাতির মুক্তির ভাষণ। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণের তাৎপর্য তুলে ধরেন এবং তারই সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top