সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত পবিত্র হজ্ব পালন করতে গিয়ে আরও ৬ বাংলাদেশি হাজ্বীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, মক্কা ও মদিনায় হ্নদরোগে আক্রান্ত হয়ে দেশটির পবিত্র নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জন হাজ্বীর মৃত্যু হয়।
মৃত্যু বরণ কারী হাজ্বীরা হলেন -মোঃ মতিউর রহমান (৫৯),ঢাকা। মোঃ রায়াস উদ্দিন (৮৬),কিশোরগঞ্জ। মোঃ মোশাররফ হোসেন (৬৫),পঞ্চগড়। মোঃ শহিদুল ইসলাম (৭০),পাবনা। মোঃ আবদুস সামাদ আকস্দ (৭৮),সিরাজগঞ্জ। মোঃ মোখলেছুর রহমান (৬৮),নোয়াখালী জেলার বাসিন্দা।
চলতি বছরের হজ্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে মক্কায় ৮৯ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, মুজদালিফায় ১ জন ও আরাফায় ২ জন। এর মধ্যে ৯১ জন পুরুষ ও ২৫ জন নারী হাজ্বীসহ সর্বমোট ১১৪ জন মৃত্যু বরণ করেন।