পড়া হয়েছে: ৩৩
সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের মক্কায় পবিত্র হজ্ব পালন করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ আবদুল মান্নান নামে আরও এক বাংলাদেশি হজ্ব যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ আবদুল মান্নান (৫৯) মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়িতে নোয়াখালী জেলায়।
মৃত্যু তথ্য নিশ্চিত করেন মক্কাস্হ বাংলাদেশ হজ্ব মিশন।
সৌদি আরবে চলতি বছরে হজ্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।