চাটগাঁ নিউজ ডেস্ক: কাভার্ড ভ্যানের সিলগালা অক্ষত রেখে পণ্য চুরির ঘটনায় চট্টগ্রাম পুলিশ ব্যুুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ৫ লাখ টাকার চোরাই টায়ারসহ ঘটনায় জড়িত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- জাকির হোসেন, নুর মুহাম্মদ তাসপিন, নাঈম উদ্দীন নয়ন ও শেখ মোঃ আবু মুছা পাবেল।
আটককৃতদের নিয়ে আজ ২৪ ডিসেম্বর বিকালে পিবিআই চট্টগ্রাম কার্লয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে পিবিআই।
সংবাদ সম্মেলনে মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম জেলার এসআই শাহাদাত হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। এরা চট্টগ্রাম বন্দর বা সংশ্লিষ্ট এলাকা থেকে পণ্য বোঝাইকারী কাভার্ড ভ্যান, প্রাইম মুভারের সিলগালা অক্ষত রেখে বিশেষ কৌশলে পণ্য চুরিতে সিদ্ধহস্ত। এই কাজে তারা গাড়ির চালক ও হেলপারদের যোগসাজশে তারা এই অপকর্ম ঘটায়।
তিনি আরো জানান, সীতাকুন্ড থানায় দায়েরকৃত এই মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তরের ১২ ঘন্টার মধ্যে আমরা ৫ লাখ টাকার চোরাইকৃত টায়ারসহ জড়িত ৪ আসামিকে গেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় জড়িত আটককৃতরা কাভার্ড ভ্যানে থাকা ১০ কোটি টাকা মূল্যের পণ্য থেকে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের পণ্য নামিয়ে নেয়। এই পণ্য তারা গোপন স্থানে লুকিয়ে রাখে। জাল জালিয়াতির মাধ্যমে ক্যাশ মেমো প্রস্তুতের কার্যক্রম চালাচ্ছিল। তারপর এসব পণ্য সুবিধামত সময়ে খোলা বাজার বা নিজেদের পছন্দমত ক্রেতার কাছে বিক্রি করত তারা।
শাহাদাত হোসেন বলেন, গত ১৫ ও ১৭ ডিসেম্বর পৃথক অভিযানে চট্টগ্রাম নগরীর কদমতলীসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রংয়ের ৩-২৫-১৬ সাইজের ৮৯ টি টায়ার, কালো রংয়ের ২-৭৫-১৪ সাইজের ৯৫টি টায়ারসহ মোট ১৮৪টি ছোট ও বড় সাইজের টায়ার উদ্ধার করা হয়।
চাটগাঁ নিউজ/ইউডি