পড়া হয়েছে: ৬৪
রামু প্রতিনিধি: রামুতে ভোট দিয়ে ফেরার প্রতিমধ্যে ট্রেনের কাটা আলী আহমদ (৮২) নামে বৃদ্ধ নিহত। তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল পাড়া গ্রামের মৃত আজম উল্লাহ ছেলে।
রবিবার বেলা ১২টা ৪৫ মিনিটে উত্তর মিঠাছড়ি চা বাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকা মুখি কক্সবাজার এক্সপ্রেস। নিহতের ছেলে জুলফিকার আলী ভূট্টো জানান, তার বাবা উত্তর মিঠাছড়ি ভোট কেন্দ্রে থেকে বেলা ১২টায় ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/এমআর