পড়া হয়েছে: ৪২
সিপ্লাস ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ডাল লেকের হাউজবোটে আগুনের ঘটনায় ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালের দিকে সেখানে বেশ কয়েকটি হাউজবোটে আগুন লাগে। এরপর সেখান থেকে বাংলাদেশিদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তিন বাংলাদেশি পর্যটক সাফিনা নামে একটি হাউজবোটে ছিলেন। আগুনের ঘটনায় বোটগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, এদিন সকালের দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউজবোটে আগুন লাগে। পরে তা অন্য হাউজবোটে ছড়াতে থাকে। ঘটনায় অন্তত পাঁচটি হাউজবোট পুড়ে গেছে। ক্ষতি হয়েছে আরও কয়েকটির।
তবে কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনো জানা যায়নি। কাশ্মীরে এ সময় প্রচুর পর্যটক ভিড় করেন।
গত বছর শ্রীনগরের নিগিন লেকে মাঝরাতে আগুন লেগে সাতটি হাউজবোট পুড়ে গিয়েছিল। সে সময় পর্যটকদের নিরাপদে বোট থেকে উদ্ধার করা হয়েছিল।
সূত্র: এনডিটিভি