চট্টগ্রামকে ভারতের অংশ করার ‍উসকানিমূলক খবরে জামায়াতের বিবৃতি

চাটগাঁ নিউজ ডেস্ক : ভারতের কথিত গণমাধ্যম ‘রিপাবলিক টিভি’-তে চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানিমূলক অপপ্রচারের খবরটি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত বিবৃতিতে গণমাধ্যমে পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভারতের রিপাবলিক টিভির উপস্থাপক চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি দিয়ে বলেছেন, চট্টগ্রাম ১৯৪৭ সালে ভারতের হাত ছাড়া হয়ে যায়। এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগর দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয়। আমি এই উপস্থাপকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে, ভারতীয়দের এ ধরনের উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।

খবরে ওই উপস্থাপক আরও মন্তব্য করেছেন, বাংলাদেশে নাকি হিন্দু নিধন করা হচ্ছে। সেনাবাহিনী চট্টগ্রামের হিন্দুদের ঘরে ঘরে ঢুকছে’। উপস্থাপকের এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অবান্তর ও উদ্দেশ্যপ্রণোদিত। এই ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করার জন্য আমি রিপাবলিক টিভির প্রতি আহ্বান জানাচ্ছি।

সেই সঙ্গে ভারতীয়দের এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানানো ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top