পড়া হয়েছে: ৩৮
সিপ্লাস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলের ৮ রানের মধ্যে ফিরে যান ওপেনার জাকির হাসান (১) ও তানজিদ তামিম (৫)। এরপর ৩৫ রান করে ফিরে যান তাওহীদ হৃদয়। নাজমুল শান্ত ফিফটি করলেও ওই ধাক্কা সামলাতে পারেনি দল। ৩৪.৩ ওভারে অলআউট হয়েছে ১৭১ রানে।
নাজমুল শান্তর নেতৃত্বে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুর বিপর্যয় সামাল দিতে নাজমুল শান্ত এক প্রান্ত দিয়ে লড়াই করে যান। ইনজুরি কাটিয়ে ফিরে তিনি ৮৪ বলে দশটি চারের শটে ৭৬ রানের ইনিংস খেলেন।
তবে মিডল অর্ডারের অন্য ব্যাটাররা সেট হয়ে ফিরে যান। চারে নামা তাওহীদ হৃদয় ও পাঁচে নামা মুশফিক ১৮ করে রান যোগ করেন। ছয়ে নেমে মাহমুদউল্লাহ ২১ রানের ইনিংস খেলেন। এরপর শেখ মাহেদী ১৩ রান করে ফিরলে ৪০ ওভারের আগে অলআউট হয় বাংলাদেশ।