বোয়ালখালী উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সোমবার (১৩ মে) অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: শহিদুল ইসলাম প্রামানিক প্রতীক বরাদ্দ দেন।

নির্বাচন অফিস সূত্র জানা যায়,উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাজা (দোয়াত-কলম)উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী (মোটরসাইকেল) বর্তমান ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম (কাপ-পিনিচ), দক্ষিনজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জাহেদুল হক (হেলিকপ্টার), পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম শফি( ঘোড়া), মোহাম্মদ শফিক (আনারস)বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (টেলিফোন) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে মীর নওশাদ (ডিপটিওবেল), মোঃ শফিকুল আলম (টাইপ রাইটার) মোঃ সেলিম উদ্দিন (তালা)রিদুয়ানুল হক টিপু (চশমা), সজল কান্তি চৌধুরী (উড়োজাহাজ) প্রতীক পেয়েছেন।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম (প্রজাপতি), মর্জিনা বেগম (কলসি), মোছাম্মৎ উম্মে সালমা (ফুটবল) প্রতীক পেয়েছেন।

প্রসঙ্গত, বোয়ালখালী উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৫ প্রার্থী প্রতীক নিয়ে আজ থেকে মাঠে লড়বেন। চেয়ারম্যান পদে কাজি আয়েশা ফারজানা মনোনয়ন প্রত্যাহার করেছেন।
তফসিল অনুযায়ী আগামী ২৯ মে, বুধবার সকাল ৮ টা হতে ৪ টা পর্যন্ত ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহন চলবে।

বোয়ালখালীতে মোট ভোটার রয়েছে ২ লাখ ১০ হাজার ৩৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৯৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৯৯ হাজার ৭৬৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৮৬ টি।

চাটগাঁ নিউজ/ইয়াছিন/এসআইএস

Scroll to Top