বোয়ালখালী প্রতিনিধি: ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ঢাকার উত্তরা আনন্দ মিছিলে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেডিং সেন্টারের মেধাবী ছাত্র শহীদ ওমর বীন নুরুল আবছারের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে শহীদ ওমরের গ্রামের বাড়ি চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী গ্রামে গিয়ে কবর জিয়ারত এবং শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের শহিদ ওমরসহ অসংখ্য শহিদ ও রক্তের কারনে আজকের বাংলাদেশ আবারো স্বাধীনতা পেয়েছে, বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা নাই, আমরা সারা বাংলাদেশে এটা বলে দিতে চাই, ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিতে যেন একই ভাবে ঐক্যবদ্ধ ভাবে রাখা যায়, সারা দেশে এই বার্তা দিতে চাই, যারা বাংলাদেশে সমস্ত অন্যায় অবিচার শহিদরা তাদের আত্নদানের মাধ্যমে অবসান ঘটিয়েছেন তারা যেন কখনো কোন দিন ফিরে আসতে না পারে। সমস্ত অত্যাচার অবিচারের যেন পরি সমাপ্তি ঘটে এই জন্য শহিদদের কাছে আসা,শহিদদের কবর জেয়ারত করা।
এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা একান্ত সচিব ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা, সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন জাহিন, অতিরিক্ত পুলিশ সুপার, পটিয়া সার্কেল মো: আরিফ, থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, জামায়েত নেতা মোহাম্মদ নাজিম উদ্দীন, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ শাকিল প্রমূখ।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন